ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

এফডিসির এমডি পদে পরিবর্তন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, আগস্ট ৭, ২০২৪
এফডিসির এমডি পদে পরিবর্তন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন দিলীপ কুমার বণিক, অতিরিক্ত সচিব।

বিষয়টি নিশ্চিত করেন বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।

এর আগে গেল ৩০ জানুয়ারি এফডিসির এমডির অপসারণসহ তিন দফা দাবি নিয়ে আন্দোলন করেছিলেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৭ সংগঠন। এর মধ্যে একটি ছিল এমডিকে এফডিসিকে ঢুকতে না দেওয়া এবং তার অপসারণ।

সে সময় ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন নুজহাত ইয়াসমিন। দীর্ঘ সময় ধরে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

নুজহাত ইয়াসমিনের অপসারণের জন্য মানববন্ধনও করেছিলেন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা। এবার তার স্থলাভিষিক্ত হলেন দিলীপ কুমার বণিক।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।