ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন সোহিনী-শোভন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
বিয়ে করলেন সোহিনী-শোভন

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার প্রেমিক গায়ক শোভন গঙ্গোপাধ্যায়কে বিয়ে করলেন। তাদের এক বছরের সেই প্রেম পরিণয় পেল সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায়।

দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজবাড়িতে আইনি বিয়ে সারেন শোভন-সোহিনী। তবে সোহিনীর সিঁথি রাঙিয়ে দিতে ভোলেননি শোভন।

বিয়েতে সাবেকি সাজে হাজির হবেন সোহিনী, সেটা জানাই ছিল। সেই মতে বিয়ের দিনও একেবারে বাঙালি সাজেই ধরা দেন নায়িকা। আর ধুতি, পাঞ্জাবিতে সেজেছিলেন বর শোভন।

বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন সোহিনী। ছবিতে ফুটিয়ে তুলেছেন ভালোবাসা আর বিয়ের মুহূর্তগুলো। ক্যাপশনে লেখেন, দেখা হওয়ার এক বছরে, একই সঙ্গে, একই ঘরে। ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গেই দ্রুত ছড়িয়ে পড়ে। শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে কমেন্ট বক্স।

এদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে সোহিনীর সিনেমা ‘অথৈ’। যদিও কিছু দিন আগেই আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে সহ-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছিলেন, ‘অথৈ’ হিট হলে হয়তো বিয়ে করতে পারেন সোহিনী। অনির্বাণের কথাই সত্যি হলো। শুধু তাই নয়, শোভন-সোহিনীর প্রেমের সাক্ষী নাকি গায়িকা ইমন চক্রবর্তী।  

এই গায়িকা জানান, ২০২৩ সালে যিশু সেনগুপ্তের উদ্যোগে নজরুল মঞ্চে বাইশে শ্রাবণের অনুষ্ঠানে শুরু হয়েছিল সোহিনী-শোভনের প্রেমকাহিনি। আনন্দবাজার অনলাইকে দেওয়া সাক্ষাৎকারে ইমন বলেন, ‘ওই অনুষ্ঠানে আমার চোখের সামনেই ওদের প্রেমটা শুরু। ’

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।