ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গ্যালারিতে বসে মেসিদের জয় দেখে যা বললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
গ্যালারিতে বসে মেসিদের জয় দেখে যা বললেন জায়েদ খান

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান।  ছোটবেলা থেকে আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত তিনি।

তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল মাঠে মেসিদের খেলা উপভোগ করবেন। তার সেই ইচ্ছে পূরণ হলো এবার৷ 

চলমান কোপা আমেরিকার সেমিফাইনালে নিউ জার্সির একটি স্টেডিয়ামে কানাডার বিপক্ষে আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন জায়েদ খান।

বুধবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে মাঠে নামে মেসির দল। এদিন গ্যালারিতে হাজির ছিলেন জায়েদ। এটি তার আর্জেন্টিনার খেলা দেখার প্রথম অভিজ্ঞতা।

জায়েদ খান জানান, ফুটবল খেলা যখন থেকে বুঝতে শিখেছেন, তখন থেকেই আর্জেন্টিনার বড় ভক্ত তিনি। ম্যারাডোনার ভক্ত তিনি। আর্জেন্টিনার খেলা অসম্ভব ভালো লাগে লাগে।

জায়েদ বলেন, আর্জেন্টিনা আমার জন্য এক আবেগেরে নাম। যতই ব্যস্ততা থাকুক না কেন আর্জেন্টিনার খেলা মিস করি না। তবে এবার মাঠে বসে আর্জেন্টিনার জয় উপভোগ করলাম। এটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। গ্যালারিতে বসে মেসির খেলা দেখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

ফেসবুকে পোস্ট করা ছবিতে আর্জেন্টিনার জার্সি গায়ে বাংলাদেশের পতাকা হাতে মাঠে বসে প্রিয় দলকে সমর্থন দিতে দেখা গেছে জায়েদ খানকে। ওই ম্যাচে কানাডাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়:১৩১১ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এনএটি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।