ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিয়ের পর তৌসিফ-পায়েলের হানিমুন জটিলতা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, জানুয়ারি ২৮, ২০২৪
বিয়ের পর তৌসিফ-পায়েলের হানিমুন জটিলতা! তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল

মাস দশেক আগেই মুক্তি পেয়েছিলো তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল জুটির বিশেষ নাটক ‘বউ বোঝে না’। মাসরিকুল আলমের এই নাটকটি এরইমধ্যে প্রায় দুই কোটি ভিউ পেয়েছে শুধুমাত্র ইউটিউবের একটি চ্যানেলে।

সোহাইল রহমানের চিত্রনাট্যে যেখানে দেখা গেছে দু’জন মানুষের বিয়ের গল্প আর একটি আজব স্বপ্ন।

এর দশ মাসের মাথায় ফের একই টিম হাজির হচ্ছে তাদের নতুন গল্প নিয়ে। ‘বউ বোঝে না-২’ নামের এই নাটকে দেখা যাবে বিয়ে পরবর্তী হানিমুনের গল্প।

নির্মাতা মাসরিকুল জানান, প্রথম গল্প থেকে দর্শকদের দারুণ সাড়া পাওয়ার সূত্র ধরে আবারও তারা একই পাত্র-পাত্রী নিয়ে নির্মাণ করেছেন নতুন গল্প। প্রত্যাশা করছেন, এবারও দর্শকরা মুগ্ধ হবে নতুন দম্পতির হানিমুন জটিলতা দেখে।  

জানা গেছে, শিগগিরই ‘বউ বোঝে না-২’ নাটকটি উন্মুক্ত হবে একটি ইউটিউব চ্যানেলে।
   
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।