bangla news

ওয়াল স্ট্রিট সিকুয়্যাল ব্রিটিশ টপচার্টের শীর্ষে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-১০-১৪ ১০:৩৬:৫৩ এএম

সপ্তাহ শেষে যেন অঘটন ঘটল। নতুন তিনটি ছবি এসে ব্রিটেনের বক্স অফিসে ঘটিয়ে দিল রদবদল। তালিকার শীর্ষে রয়েছে অলিভার স্টোনের ‘ওয়াল স্ট্রিট: মানি নেভার স্লিপস’। ছবিটি আয় করেছে ১.৭ মিলিয়ন পাউন্ড। মাইকেল ডগলাস অভিনয় করেছেন গর্ডন গেক্কোর চরিত্রে।

সপ্তাহ শেষে যেন অঘটন ঘটল। নতুন তিনটি ছবি এসে ব্রিটেনের বক্স অফিসে ঘটিয়ে দিল রদবদল।

তালিকার শীর্ষে রয়েছে অলিভার স্টোনের ‘ওয়াল স্ট্রিট: মানি নেভার স্লিপস’। ছবিটি আয় করেছে ১.৭ মিলিয়ন পাউন্ড। মাইকেল ডগলাস অভিনয় করেছেন গর্ডন গেক্কোর চরিত্রে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে রোমান্টিক কমেডি ‘লাইফ এজ উই নো ইট’। আয় করেছে প্রায় এক মিলিয়ন পাউন্ড। নতুন এসেই বাজিমাত করেছে ‘দ্য ডেথ অ্যান্ড লাইফ অব চার্লি সেন্ট কাউড’। দখল করে নিয়েছে তৃতীয় স্থান। আয় করেছে ৬ লাখ পাউন্ডের বেশি।

‘দ্য আদার গাইস’ প্রথম স্থান থেকে পিছলে গিয়ে এসে পড়েছে চতুর্থ স্থানে। আর ‘দ্য টাউন’ এসেছে দ্বিতীয় থেকে একেবারে পঞ্চমে স্থানে।

বিবিসি অবলম্বনে

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৫৫, অক্টোবর ১৪, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-10-14 10:36:53