ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পাঁচ বছরের সংসারে বিচ্ছেদ কে-পপ তারকা দম্পতির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
পাঁচ বছরের সংসারে বিচ্ছেদ কে-পপ তারকা দম্পতির চোই মিন হোয়ান ও ইউহি

কোরীয় কে-পপ তারকা দম্পতি চোই মিন হোয়ান ও ইউহি বিয়ে করেন ২০১৮ সালে। কিন্তু পাঁচ বছরের সংসারে ইতি টানছেন দুই তারকা।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাতে চোইয়ের এজেন্সি এফএনএস এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পারস্পরিক আলোচনার ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

এ বিষয়ে সামাজিকমাধ্যমে চোই লেখেন, স্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমরা দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি।

২০১৭ সালের সেপ্টেম্বরে চোই মিন হোয়ান ও ইউহির প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। এরপর ২০১৮ সালে বিয়ে করেন তারা। তাদের সংসারে এক পুত্র ও দুই কন্যা রয়েছে।  

ইউহি সামাজিকমাধ্যমে লেখেন, স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হলেও আমরা সন্তানদের বাবা ও মা হিসেবে আমাদের যাত্রা চালিয়ে যেতে চাই। আমরা দুজনেই সন্তানদের দেখভাল করব।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।