ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

বিনোদন

ইনডিপেনডেন্ট টেলিভিশনের আলোচনায় ‘ভূত’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১০, মে ২৪, ২০১২
ইনডিপেনডেন্ট টেলিভিশনের আলোচনায় ‘ভূত’

ভূত বিশ্বাস না করলেও ‘ভূতের ভয়’ কম-বেশি সবার মধ্যেই আছে। ভৌতিক ঘটনা বিশ্বাস না করলেও শুনতে ভালোই লাগে।

ভূত নিয়ে এবার সাজানের হয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘আজকের বাংলাদেশ।

চলমান রাজনীতি, অর্থনীতি, সামাজিক-সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ নিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘আজকের বাংলাদশে’। রবি থেকে বৃহস্পতি রাত ১১টায় প্রচারিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়ে থাকে।

 কেবল সিরিয়াস বিষয় নয় অনুষ্ঠানটিতে তুলে ধরা হয় ব্যতিক্রমী বিষয় বস্তুও। খালেদ মুহিউদ্দনের উপস্থাপনায় অনুষ্ঠানের ২৪ মে বৃহস্পতিবারের বিষয় থাকছে ‘ভূত’ । আলোচনায় অংশ নেবেন এনামুল করিম নির্ঝর, সুমন (অর্থহীন), জয়ন্ত চট্টোপাধ্যায়।

সেই সঙ্গে থাকবে ‘ভূত’ নিয়ে প্রতিবেদন। যারা ভূত বিশ্বাস করেন কিংবা যারা ভূত বিশ্বাস করেন না, তাদের প্রত্যেকের জন্যই এই পর্বটি হবে উপভোগ্য।

বাংলাদেশ সময় : ০১১৫, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।