আমাদের শোবিজে মিষ্টি মেয়ে অহনার হাতেখড়ি হয়েছিল মডেলিংয়ে। জুই নারিকেল তেলের বিজ্ঞাপন তাকে সুপরিচিত করে তোলে।
প্রায় সাত মাস আগে বিয়ে করলেও অহনার বিয়ের বিষয়টি ফাঁস হয়েছে সম্প্রতি। বর রাহিদ মান্নান লেলিন একজন ব্যবসায়ী। রাজধানীর গুলশানে একজিট নামে তার একটি রেস্টুরেন্ট আছে। লেনিনের বাবা আবদুল মান্নান তালুকদার সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য। বছর খানেক আগে লেনিনের সঙ্গে অহনা পরিচয়। অল্পদিনেই গড়ে ওঠে তাদের মধ্যে প্রেম। ৯ মাস মন দেওয়া-নেওয়ার পর গত বছরের সেপ্টেম্বরে দুই পরিবারের মধ্যস্থতায় গোপনীয়তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের কাজটি।

বিয়ের প্রায় আট মাস পরও ঘটনাটি গোপন রাখার কারণ জানতে চাইলে অহনা বললেন, আসলে দুই পরিবারের মধ্যস্থতায় এখন কেবল আকদ হয়েছে আমাদের। এটা অনেকটা হুট করে হয়ে গেছে। আমার এমবিএ ফাইনালের পর চলতি মাসে আনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর সংবধনার আয়োজন করা হবে। তখনই সবাইকে বিয়ের ব্যাপারটি সবাইকে জানাবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। কিন্তু কিছু ঘনিষ্ঠ মানুষ বিয়ের ঘটনাটি ফাঁস করে দিয়েছেন। বিয়ে আমার ক্যারিয়ারকে মোটেও প্রভাবিত করে নি। বরং বিয়ের পর স্বামীর অনুপ্রেরণার কাজের গতি বেড়ে গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এ মুহূর্তে অহনা অভিনয়টাকেই জোর দিচ্ছেন বেশি। ছোটপর্দার নাটকের শুটিং নিয়ে সপ্তাহ জুড়েই এখন তার ব্যস্ততা। সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে তার লেখা গল্প অবলম্বনে ‘চানভানু’ নামের একটি বিশেষ নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন অহনা। ফেরদৌস হাসানের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির অন্য চরিত্রে অভিনয় করেছেন কে এইচ ফিরোজ, সাজ্জাদ মাহমুদ, ডলি জহুর, আহসানুল হক মিনু, মনিরা মিঠু, আফজাল কবির, কালো সিরাজ, রওনক , জুয়েল , বাহার প্রমুখ। বিশেষ নাটক ‘চানভানু’ আগামী ২৫ মে রাত সাড়ে ৮টায় চ্যানেল নাইনে প্রচারিত হবে।
‘চানভানু’ নাটকটি সম্পর্কে অহনা জানান, এতে দেখা যাবে একটি দুষ্ট ছেলের দলনেতা আল্লারেখা। সারাদিন বাদরামো করা যাদের প্রধান কাজ। আজ এর গাছের আম চুরি করে তো কাল আরেক জনের ছাগল চুরি করে। পুরো গ্রাম তাদের দুষ্টুমিতে অতিষ্ঠ। সেই দলনেতা একসময় গ্রামের সাধারণ একটি মেয়ের প্রেমে পরে। কিন্তু মেয়ের বাবা তার অন্যত্র বিয়ে ঠিক করে। এভাবে নাটকের গল্প এগিয়ে যায়।
ইদানিং অহনা অবশ্য বেশি ব্যস্ত ধারাবাহিক নাটকের অভিনয় নিয়েই। তবে সুযোগ পেলেই একক নাটকে অভিনয় করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, একক নাটক আর ধারবাহিক নাটকে অভিনয়ের মধ্যে অনেক পার্থক্য আছেন বলে আমার মনে হয়। একক নাটকে কোনো একটি ঘটনার সমাপ্তিটা দ্রুত চলে আসে। তাই যথেষ্ট চিন্তাÑভাবনা করে কাজ করতে হয়। অনেক সিরিয়াস থাকতে হয়। অন্যদিকে ধারাবাহিকে দীর্ঘ একটি ঘটনা থাকে, যার সমাপ্তি নিয়ে তেমন চিন্তা করলেও চলে। চরিত্রটার ধরণ ঠিক রেখে কাজ করলেই হলো। একক নাটকে কাজ করার মজা একরকম, আবার ধারাবাহিক নাটকের কাজের মজা অন্যরকম।

‘চানভানু’ ছাড়াও সম্প্রতি অহনা নতুন তিনটি একক নাটকে অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে ‘ভক্সওয়াগান’, ‘দূরের বলাকা’ ও ‘ভালোবাসার এক্সফ্যাক্টর’। অহনা অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক বর্তমানে প্রচার হচ্ছে ফেরদৌস হাসানের ‘ও বন্ধু আমার’, দিল মোহাম্মদ দিলুর ‘কৈন্যা রূপবতী’, সাফায়েত মনসুর রানার ‘নট আউট’সহ বেশ কিছু ধারাবাহিক নাটক। প্রচারের অপেক্ষায় থাকা ধারাবাহিকের মধ্যে আছে ‘টো টো কোম্পানি’, ‘চোরকাব্য’, ‘হৃদয় বিমা কর্পোরেশন’, ‘বকুলপুরের যাত্রী’, ‘পা রেখেছি যৌবনে’ প্রভৃতি।
চলচ্চিত্রের সঙ্গে অহনার যোগাযোগ দু বছর আগে। আমিন খানের বিপরীতে তাকে ‘চাকরের প্রেম’ ছবিতে প্রথম অভিনয় করতে দেখা যায়। কিন্তু ছবিটি ব্যবসা সফল না হওয়ায় তিনি চলচ্চিত্রে অভিনয় নিয়ে খানিকটা হতাশ হয়েছিলেন। সেই হতাশা অনেকটাই কেটে গেছে এফআই মানিক পরিচালিত ‘দুই পৃথিবী’ ছবিতে কাজ করে। এতে বিপরীতে রয়েছেন শীর্ষ নায়ক শাকিব খান। ছবিটির সিংহভাগ অংশের শুটিং এরই মধ্যে শেষ হয়ে গেছ। বড় পর্দার কাজ করার অভিজ্ঞতা বলতে গিয়ে অহনা বললেন, চলচ্চিত্র বড় মাধ্যম। এখানে শেখার অনেক বিষয় আছে। খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হয়। প্রথম ছবিতে আমি ছিলাম একেবারেই নবাগত। চলচ্চিত্রের ভাষা বুঝে অভিনয় করতে তাই কিছুটা সমস্যা হয়েছিল। নতুন ছবিতে ‘দুই পৃথিবী’তে এই সমস্যায় পড়তে হয়নি। ছবিতে আমার কো-আর্টিস্ট শাকিব খান। তিনি এই মুহূর্তে কমার্শিয়াল ফিল্মের টপহিরো। তবে কাজের ক্ষেত্রে আমি তার সহযোগিতা পেয়েছি। খুব ফ্রেন্ডলি ব্যবহার পেয়েছি তার কাছ থেকে। ছবির অল্প কিছু অংশের শুটিং এখনো বাকি আছে। আশা করছি, তাড়াতাড়ি দর্শকেরা দেখতে পাবেন।
অভিনয় আর মডেলিং ছাড়াও অহনার উপস্থাপনায় প্রতি শনিবার আরটিভিতে প্রচার হচ্ছে ‘সিনেবাংলা’ নামের একটি অনুষ্ঠান।
বাংলাদেশ সময় ১৬৩০, মে ২১, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক