ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

আশিক বন্ধু’র পরিচালনায় ইমতু ও শাকিলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, এপ্রিল ১৬, ২০২৩
আশিক বন্ধু’র পরিচালনায় ইমতু ও শাকিলা

চট্টগ্রামের ভাষায় একটি নতুন মৌলিক গান ‘তলে তলে’-এর মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন ইমতু রাতিশ ও শাকিলা পারভীন। শনিবার (১৫ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসিত) সেট ফেলে এর দৃশ্যধারণ করা হয়েছ।

এটি নির্মাণ করেছেন আশিক বন্ধু। গানটির নাচের কোরিওগ্রাফার ছিলেন হাবিব রহমান।

মজার এই গান নিয়ে মডেল ইমতু রাতিশ বলেন, আমি চট্টগ্রামের ছেলে, তাই নিজের ভাষার চমৎকার একটি গানে প্রথমবার মডেল হতে পেরে খুব আনন্দ লাগছে। গানটি দারুণ লিখেছেন আমার বন্ধু, আশিক বন্ধু।

মডেল শাকিলা পারভীন বলেন, প্রথমবার চট্টগ্রামের আঞ্চলিক গানে মডেল হলাম। আশিক বন্ধু যখন গানটি পাঠালেন, গানটি শুনেই বেশ ভালো লেগেছে। এতো মজার গান, অডিও শুনেই রাজি হয়েছি। তাই এই গানে কাজ করতে পেরে বেশ ভালো লাগছে। গানটি যারা শুনবেন, খুব মজা পাবেন। সঠিক প্রচার হলে গানটি অনেক জনপ্রিয়তা পাবে।

গানের ভিডিও নির্মাণের পাশাপাশি এর কথা লিখেছেন আশিক বন্ধু। গেয়েছেন আলেয়া আরিফ। গানটির সুর সংগীত করেছেন সুমন কল্যাণ। ঈদ উপলক্ষে গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।