ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

রূপকথায় ইমন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মে ২, ২০১২
রূপকথায় ইমন

রূপচর্চা কেবল কী নারীদের জন্যই, নাকি পুরুষদেরও রূপচর্চার প্রয়োজন আছে? আজকের সময়ে পৌঁছে পাল্টে গেছে রূপচর্চার ধারনা। পুরুষদেরও এখন রূপচর্চা সম্পর্কে ভাবতে হয়।

এই ভাবনার কথা জানাতে এবার নতুনপ্রজন্মের নায়ক ইমন অতিথি হয়ে আসছেন মাছরাঙা টেলিভিশনের প্রাকৃতিক ও ভেষজ উপাদানে সৌন্দর্য চর্চার অনুষ্ঠান ‘রূপ কথা’-তে। এটি প্রচারিত হবে বুধবার রাত ৯টায়।

মানুষের ভেতরের রূপ যদি সুন্দর হয়, তাহলে বাইরেও সে সুন্দর ও সঠিকভাবে প্রস্ফুটিত হয়। ‘রূপ কথা’ অনুষ্ঠানে মানুষের ভেতরের ও বাইরের সৌন্দর্য প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। তার পাশাপাশি বিউটি পারলারে না গিয়ে বাসায় নিজেরাই কীভাবে রূপ ও সৌন্দর্য সুরক্ষা করতে পারবেন, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কৃত্রিম প্রসাধনীর বাইরে ভেষজ ও প্রাকৃতিক উপাদানে সৌন্দর্য চর্চার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া শরীরের পাশাপাশি মনের স্বাস্থ্য ভালো রাখার জন্য এ অনুষ্ঠানে যুক্ত করা হয়েছে ইয়োগা ও প্রাণায়াম।  

হারমনি স্পা’র পরিচালক রাহিমা সুলতানা রীতার গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফয়েজ রেজা।


বাংলাদেশ সময় ১৮১৫, মে ০২, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।