ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

হলে মুক্তির আগেই টিভিতে ‘রেডিও’র প্রিমিয়ার 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, মার্চ ৭, ২০২৩
হলে মুক্তির আগেই টিভিতে ‘রেডিও’র প্রিমিয়ার 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত ‘রেডিও’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে চ্যানেল আইয়ে। মঙ্গলবার (০৭ মার্চ) বিকেল ৩টায় অনন্য মামুন পরিচালিত সিনেমাটি প্রচারিত হয়।

এর আগে সোমবার (০৬ মার্চ) সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রেডিও চলচ্চিত্রের প্রযোজক মোজাম্মেল হোসেন চৌধুরী, সিনেমাটির নায়ক চিত্রনায়ক রিয়াজ, নাদের চৌধুরী, এলিনা শাম্মীসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, ফিল্ম আর্কাইভের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ফিল্ম ক্লাবের সভাপতি কামাল কিবরিয়া লিপু প্রমুখ।

পরিচালক অনন্য মামুন জানান, চ্যানেল আইয়ের পর্দায় প্রচারের পর সিনেমা হলে মুক্তি দেওয়া হবে।

চিত্রনায়ক রিয়াজ বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের কারণে জাতি হিসেবে আমরা বঙ্গবন্ধুর কাছে চিরকাল ঋণী থাকবো। সেই ঘটনা তুলে এনে চলচ্চিত্র বানানো সত্যিই প্রশংসার দাবি রাখে। আমার কাছে যখন কাজটির প্রস্তাব আসে কোনোরকম শর্ত ছাড়াই আমি রাজি হই।

অনন্য মামুন বলেন, ৭ মার্চের ভাষণ নিয়ে নির্মিত রেডিও চলচ্চিত্রটি দলিল হিসেবে থাকার মতো। ইচ্ছে আছে,পৃথিবীর বড় বড় উৎসবে চলচ্চিত্রটি পাঠাবো।

রিয়াজ ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করেন জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, প্রাণ রায়, সাইফুল বাবু, ইলমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।