ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

‘মোস্ট ওয়েলকাম’ ছবির অডিও অ্যালবাম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, এপ্রিল ১৯, ২০১২
‘মোস্ট ওয়েলকাম’ ছবির অডিও অ্যালবাম

মুক্তির আগেই  ছবির গান রিলিজ দেওয়া সাম্প্রতিক সময়ে একটি রেওয়াজে পরিণত হয়েছে। এইধারায় যোগ দিল তরুণ পরিচালক অনন্য মামুনের পরিচালনায় নির্মিত নতুন ছবি ‘মোস্ট ওয়েলকাম’।

সম্প্রতি এ ছবির গানগুলো নিয়ে প্রকাশিত হয়েছে  অ্যালবাম।

‘মোস্ট ওয়েলকাম’ ছবির অডিও অ্যালবাম প্রকাশ উপলক্ষে সম্প্রতি আয়োজন করা হয় এক মোড়ক উন্মোচন অনুষ্ঠান। রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক ও নায়ক এম এ জলিল অনন্ত, নায়িকা বর্ষা, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, ছবির পরিচালক অনন্য মামুন, শওকত আলী ইমন, বাপ্পারাজ, কাবিলা প্রমুখ।

অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ব্যানারে বের হওয়া এই অ্যালবামে গান গেয়েছেন বলিউডের সুফী গায়ক কৈলাশ খের। ‘কে কাহার’ শিরোনামের গানটি লিখেছেন জাহিদ আকবর। এছাড়াও গান গেয়েছেন আরফিন রুমি, ন্যান্সি, হৃদয় খান, মিলা, এসআই টুটুল, পড়শী, কিশোর, নির্ঝর, ও আহম্মেদ তাওসিফ। সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি, হৃদয় খান, শওকত আলী ইমন, মাহমুদ সানী, সুমন কল্যাণ ও আকাশ। গান গুলো লিখেছেন জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন ও গুঞ্জন চৌধুরী।

অনন্য মামুন পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম’ ছবিটিতে অনন্ত-বর্ষা জুটির সঙ্গে আরো অভিনয় করেছেন স্নেহা উল্লাল (মুম্বাই), রাধিকা (মুম্বাই), সোহেল রানা, মিশা সওদাগর, ও নায়ক রাজ রাজ্জাক।

অনন্য মামুন পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম’ ছবিটিতে আরও অভিনয় করেছেন স্নেহা উল-াল (মুম্বাই), রাধিকা (মুম্বাই), সোহেল রানা, মিশা সওদাগর, ও নায়ক রাজ রাজ্জাক।


অনুষ্ঠানে এম এ জলিল অনন্তের প্রযোজনা ও চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘দ্যা স্পিড’ ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। অনন্ত-বর্ষা জুটি অভিনীত অ্যাকশনধর্মী ছবি ‘দ্যা স্পিড’ মুক্তি পাবে আগামী ১১ মে ঢাকা সহ সারা দেশে।



বাংলাদেশ সময় ১৭৫০, এপ্রিল ১৯, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।