ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ যা দেখবেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ যা দেখবেন

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শনিবার (২১ জানুয়ারি) দেখানো হবে বিভিন্ন বিভাগের ৩২টি স্বল্পদৈর্ঘ্য ও ২১টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। চলুন জেনে নেই উল্লেখযোগ্য সিনেমাগুলো কোথায় ও কখন দেখানো হবে৷ 

জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন) বাংলাদেশ প্যানোরমা বিভাগে সন্ধ্যা ৫টায় দেখানো হবে আশুতোষ সুজনের ‘দেশান্তর’, সন্ধ্যা ৭টায় উজ্জল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’।

দুটি সিনেমার প্রদর্শনী শেষে পরিচালকদ্বয় মুখোমুখি হবেন দর্শকের। এশিয়ান কম্পিটিশন বিভাগে সকাল সাড়ে ১০টায় রয়েছে ভারতের ‘প্রাপ্যেদা’।

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন) উইমেন ফিল্মমেকার বিভাগে দুপর ১টায় ভারতের শ্রীলেখা মিত্রর ‘এবং ছাদ’। বাংলাদেশ প্যানোরমা বিভাগে সন্ধ্যা ৭টা থেকে দেখা যাবে ‘উড়াল’, ‘পুরস্কার’, ‘মুখোশের নিচের কথাগুলো’, ‘শুড আই কিল মাইসেলফ অর হ্যাভ এ কাপ অব কফি’, ‘সহচর’, ‘কৃষ্ণপক্ষ’, ‘ক্যারেক্টার আর্টিস্ট’ স্বল্পদৈর্ঘ্য ছবিগুলো।

শিল্পকলা একাডেমি (জাতীয় আর্ট গ্যালারি মিলনায়তন) স্পিরিচুয়াল বিভাগে সকাল সাড়ে ১০টায় ভারতের অরিন্দম শীলের ‘মহানন্দা’। শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট বিভাগে বিকেল ৫টায় ‘পোষাক’, ‘পালাবার রাস্তা নেই’, ‘মধুমতীর তীরে’সহ পাঁচটি বাংলাদেশের স্বলদৈর্ঘ্য ছবি। উইমেন ফিল্মমেকার বিভাগে সন্ধ্যা ৭টায় রয়েছে ভারতের ইন্দ্রনীল চক্রবর্তীর ‘ছাদ’।

শিল্পকলা একাডেমি (জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন) সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে দুপুর ১টায় শ্রীলঙ্কার ‘মারিয়া’।  

শিল্পকলা একাডেমি (জাতীয় আর্ট গ্যালারি, ছয়তলা) সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে দুপুর ১টায় মেক্সিকান সিনেমা ‘দ্য লাস্ট লাইটহাউজ’, দুপুর ১টায় হাঙ্গেরিয়ার ‘সোয়াম্প লায়ন’। ওয়াইড অ্যাঙ্গেল সেকশনে দুপুর ১টায় ভারতের ছবি ‘জন্ম নিলো বাংলাদেশ’।

আলিয়ঁস ফ্রঁসেজ (ধানমন্ডি) সকাল সাড়ে ৯টায় এশিয়ান কম্পিটিশনে রয়েছে ফ্রান্সের ‘দ্য ৪০০ ব্লোজ’। একই বিভাগে দুপুর ১টায় শ্রীলঙ্কার ‘দ্য নিউজপেপার’, বিকেল ৫টায় অনিক দত্ত পরিচালিত সত্যজিৎ রায়কে নিয়ে ‘অপরাজিত’।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।