ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

হাসপাতালে নাদিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, জানুয়ারি ১৯, ২০২৩
হাসপাতালে নাদিয়া সালহা খানম নাদিয়া

ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে হঠাৎ গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় এ অভিনেত্রী হাসপাতালে ভর্তি হন।

সামাজিকগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ভক্তদের বিষয়টি জানান এ অভিনেত্রী।  

সেখানে এই অভিনেত্রী লেখেন, ‘হঠাৎ গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় হঠাৎ করে হাসপাতালে ভর্তি হতে হলো। এ জন্য আমি সব ধরনের শুটিং থেকে আপাতত বিরতি নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।  

নাদিয়ার এমন পোস্টে ভক্তরা তার সুস্থতা কামনা করে কমেন্ট করেছেন।  

এদিকে অসুস্থ হওয়ার আগে বেশকিছু ধারাবাহিক, খণ্ড ও বিজ্ঞাপনচিত্রে ব্যস্ত ছিলেন তিনি। সুস্থ হলেই এসব কাজে আবারো অংশ নেবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা. জানুয়ারি ১৯, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।