ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন

রাঙামাটিতে মেয়র ও সংরক্ষিত পদে বাদ পড়েছেন ২ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
রাঙামাটিতে মেয়র ও সংরক্ষিত পদে বাদ পড়েছেন ২ জন

রাঙামাটি: আগামী ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রার্থীতা বাছাই পর্বে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে এবং সংরক্ষিত আসনে সোমা বেগম পূর্ণিমা বাদ পড়েছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে বাছাইপর্ব শেষে এমন তথ্য জানানো হয় জেলা রিটানিং অফিসার কার্যালয় থেকে।

রাঙামাটি জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের সিনিয়র রিটানিং অফিসার মো. শফিকুর রহমান বাংলানিউজকে বলেন, হলফনামায় অসত্য তথ্য প্রদান করায় মেয়র প্রার্থী (স্বতন্ত্র) অমর কুমার দে এবং  ঋণ খেলাপির দায়ে সংরক্ষিত আসনের (৩, ৪, ৫) সদস্য প্রার্থী  সোমা বেগম পূর্ণিমার প্রার্থীতা বাতিল করা হয়েছে। তবে তারা আগামী তিনদিনের মধ্যে তাদের প্রার্থীতা ফিরে পেতে উচ্চ পর্যায়ে আপিল করতে পারবে বলে জানান এ সিনিয়র রিটানিং অফিসার।

জেলা রিটানিং অফিসার কার্যালয় থেকে জানানো হয়- বর্তমানে ক্ষমতাসীন দল আ’লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী, জাতীয়তাবাদী দলের (বিএনপি) মেয়র প্রার্থী মামুনুর রশীদ, জাতীয় পার্টির (এরশাদ)  মেয়র প্রার্থী প্রজেশ চাকমা, এবং বিপ্লবী ওয়াকার্স পার্টির মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান (রানা) মেয়র পদে নির্বাচনে অংশ নিতে পারবেন।

এছাড়া মহিলা সংরক্ষিত আসনে একজন বাদ পড়ায় ১৯ জন প্রার্থী এবং নয়টি ওয়ার্ডে সদস্য পদে (সাধারণ) ৪৩ জন প্রার্থী  নির্বাচনে  অংশ নিতে পারবেন।

সকল পরিস্থিতি ঠিক থাকলে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর রাঙামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে আ’লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী মেয়র নিবার্চিত হয়েছিলেন। ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।