ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পঞ্চগড় পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জনের মনোনয়নপত্র জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
পঞ্চগড় পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জনের মনোনয়নপত্র জমা মনোনয়নপত্র জমা। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: আসন্ন পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন জন প্রার্থী। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, বিএনপি মনোনীত পৌর বিএনপির সভাপতি মেয়র তৌহিদুল ইসলাম এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মনোনীত শাহরিয়ার আলম বিপ্লব।

এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সন্ধ্যায় পঞ্চগড় জেলা নির্বাচন কমিশনার আলমগীর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর পঞ্চগড় পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ডিসেম্বর।

পঞ্চগড় জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড় পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ১৫৩ জন ও নারী ভোটার ১৭ হাজার ৮৫৮ জন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।