ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন

প্রস্তুতি সম্পন্ন, না'গঞ্জ জেলা পরিষদের নির্বাচন বুধবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
প্রস্তুতি সম্পন্ন, না'গঞ্জ জেলা পরিষদের নির্বাচন বুধবার

বুধবার (২৮ ডিসেম্বর) সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এ উপলক্ষে ইতোমধ্যে জেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট দেবেন ভোটাররা।

নারায়ণগঞ্জ: বুধবার (২৮ ডিসেম্বর) সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এ উপলক্ষে ইতোমধ্যে জেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট দেবেন ভোটাররা।

জেলা পরিষদ নির্বাচনে এরইমধ্যে একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান, পাঁচটি সাধারণ সদস্য ও সংরক্ষিত তিনটি সদস্য পদের প্রার্থীরা নির্বাচিত হয়ে গেছেন। বুধবার হবে বাকি ১০টি ওয়ার্ডের ভোট।

এবার ১০ ওয়ার্ডে ২৬ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত দু’টি ওয়ার্ডে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে কেন্দ্রে অর্থাৎ মোট ১০টি কেন্দ্রে ভোট দেবেন ৩৯৪ জন জনপ্রতিনিধি।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।