ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন

ঝিনাইদহে তিন পৌরসভায় আওয়ামী লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ঝিনাইদহে তিন পৌরসভায় আওয়ামী লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার চারটি পৌরসভার ভোট গণনা শেষ হয়েছে।

এতে বেসরকারিভাবে চারটি পৌরসভার মধ্যে তিনিটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।



বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ৪টি পৌরসভার ভোটের ফলাফল পাওয়া যায়।

এর মধ্যে হরিণাকুন্ডু পৌরসভায় ৮ হাজার ১৭৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিনুর রহমান রিন্টু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জিন্নাতুল আলম পেয়েছেন ৩ হাজার ৮৩১ ভোট।

নৌকা প্রতীক নিয়ে শাহিনুর রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৪৪ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

কোটচাঁদপুর পৌরসভায় ৬ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সালাহ উদ্দীন বুলবুল সিডল পেয়েছেন ৫ হাজার ৬৯ ভোট।

জাহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ হাজার ৫৮৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

এদিকে মহেশপুর পৌরসভায় ৯ হাজার ৮৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুর রশিদ খান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৯৮৮ ভোট।

আব্দুর রশিদ খান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬ হাজার ৮৮৭ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

শৈলকুপায় ১৪ হাজার ৯৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী আশরাফুল আজম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী খলিলুর রহমান পেয়েছেন ৪ হাজার ৬২২ ভোট।

খলিলুর রহমান বিজয়ী প্রার্থীর চেয়ে ১০ হাজার ৩৭৪ ভোট কম পেয়েছেন।

চার উপজেলার রিটার্নিং অফিসার বাংলানিউজকে মোবাইল ফোনে এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।