ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

নির্বাচন

পৌরসভা নির্বাচন

ধুনটে আ’লীগ প্রার্থীর কর্মীদের হামলায় আহত বিদ্রোহী প্রার্থীর কর্মী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ধুনটে আ’লীগ প্রার্থীর কর্মীদের হামলায় আহত বিদ্রোহী প্রার্থীর কর্মী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থকদের মারপিটে বিদ্রোহী প্রার্থীর প্রচার কর্মী আলিম আলরাজি বুলেট (৪২) নামে এক যুবলীগ নেতা আহত হয়েছে।

বুধবার (৩০ডিসেম্বর) সকাল ১১টার দিকে ধুনট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।



আলিম আলরাজি বুলেট ধুনট উপজেলার বাঁশপাতা গ্রামের গোলাম হোসেন সরকারের ছেলে এবং ধুনট উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি।

বুলেট আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী বর্তমান মেয়র এজিএম বাদশাহর জগ প্রতীকের প্রচারকর্মী। আহত যুবলীগ নেতা বুলেট বাংলানিউজকে জানান, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে সকাল থেকে বসে ছিলেন তিনি।

এক পর্যায়ে সকাল ১১টার দিকে অতর্কিতভাবে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খাঁনের নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা তার ওপর হামলা চালায়। এতে তাঁর মাথা ও পা কেটে গেছে। পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।

ধুনট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভোট কেন্দ্রের বাইরে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে ভোট কেন্দ্রের ভিতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।