ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

নির্বাচন

গোপালগঞ্জে ভোট কেন্দ্রগুলোয় নারীদের উপচে পড়া ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
গোপালগঞ্জে ভোট কেন্দ্রগুলোয় নারীদের উপচে পড়া ভিড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জ ও টুঙ্গীপাড়া পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোয় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।



বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে গোপালগঞ্জ পৌর এলাকার ১৯টি ও টুঙ্গীপাড়া পৌরসভার ৯টি ভোট কেন্দ্রেই নারী ভোটারদের লম্বা লাইনে দেখা গেছে।

গোপালগঞ্জ পৌরসভায় মোট ভোটার ৩২ হাজার ৪৯১ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ১৬ হাজার ৩৭৬ জন। এ পৌরসভায় ৩টি সংরক্ষিত নারী আসনে ১৪ জন নারী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
 
অপরদিকে, টুঙ্গীপাড়া পৌরসভায় মোট ভোটার ৭ হাজার ৬০২ জন। এর মধ্যে নারী ভোটার ৩ হাজার ৪৮৫ জন। এ পৌরসভায় ৩টি সংরক্ষিত নারী আসনে ৮ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে নারীরা দল বেঁধে কেন্দ্রগুলোতে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

গোপালগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের ১৯নং পশ্চিম গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. মহিউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, এ কেন্দ্রে নারী ভোটার রয়েছেন ২ হাজার ১৮৮ জন। সকাল থেকেই ভোটকেন্দ্রে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১২৪৩, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।