ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

নির্বাচন

সুনামগঞ্জে ২ সাংবাদিক লাঞ্ছিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সুনামগঞ্জে ২ সাংবাদিক লাঞ্ছিত

সুনামগঞ্জ: সুনামগঞ্জে সরকারি মহিলা কলেজ কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও তার সমর্থকদের হাতে বেসরকারি একটি টিভি চ্যানেল ও একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।



লাঞ্ছনার শিকার চ্যানেলটোয়েন্টিফোর’র সুনামগঞ্জ প্রতিনিধি মাইদুল রাসেল জানান, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আয়ুব বখত জগলুলের সমর্থকরা তার ওপর হামলা চালান। এ সময় দৈনিক সংবাদের সুনামগঞ্জ প্রতিনিধি লতিফুর রহমান রাজুর ওপরও হামলার ঘটনা ঘটে।


তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা তার ক্যামেরা ভাঙচুর করেছেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ জানান, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রের গেটে জটলা দেখে তাদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় হয়তো দুই সাংবাদিকের গায়ে একটু লেগেছে।

ঘটনাস্থলে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরাও ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।