ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

নির্বাচন

গোপালপুরেও বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
গোপালপুরেও বিএনপি প্রার্থীর ভোট বর্জন

টাঙ্গাইল: ভোটারদের ভয়-ভীতি ও এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সম্মেলন করে করে তিনি এ ঘোষণা দেন।



জাহাঙ্গীর আলম রুবেল অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। যারা আগে ঢকেছিল তাদেরও বের করে দেওয়া হচ্ছে। এমনকি ভোটারদেরও ভয়ভীতি দেখাচ্ছে সরকার দলের লোকজন।

‘তাই আমি এ প্রহসনের নির্বাচন থেকে বর্জন করলাম। ’

গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগ থেকে নৌকা মার্কা নির্বাচন করছেন রফিকুল হক সানা। লড়ছেন আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী বেলায়েত হোসেন।

এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্বাস আলীও মেয়র পদে অংশ নিচ্ছেন।

এ পৌরসভার  ৯ ওয়ার্ডের ভোটার সংখ্যা ৩৬ হাজার ৩৪৯ জন। এরমধ্যে পুরুষ  ১৮হাজার ৪৯ ও নারী ১৮হাজার ৩০০ জন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।