ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

নির্বাচন

নাটোরের ৬ পৌরসভায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
নাটোরের ৬ পৌরসভায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের ৬টি পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসব মুখর পরিবেশে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন।

তবে এখন পর্যন্ত তেমন কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।

বুধবার ( ৩০ ডিসেম্বর) সকাল  ৮ টায় ৮০টি কেন্দ্রে  একযোগে ভোট গ্রহণ শুরু হয়। মহিলা ও পুরুষ ভোটাররা লাইন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।


প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা রয়েছে। মাঠে রয়েছে র‌্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা। বিভিন্ন কেন্দ্রে টহল দিচ্ছেন তারা।  

‍নাটোর পৌরসভার ২৯টি কেন্দ্রেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।