ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

নির্বাচন

কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে নড়াইলে যুবকের কারাদণ্ড, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে নড়াইলে যুবকের কারাদণ্ড, আটক ৪ ছবি: প্রতীকী

নড়াইল: নড়াইল পৌরসভা নির্বাচনে মাসিমদিয়া সরকারি প্রাইমারি বিদ্যালয় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে এক যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় পৌর নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

এরপর খেকে মাসিমদিয়া সরকারি প্রাইমারি বিদ্যালয় কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ধরা পড়েন তিনি। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।  

এদিকে, নড়াইল পৌরসভার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে চার পোলিং এজেন্টকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর, একজন হাতুরি প্রতীকের মেয়র প্রার্থীর ও উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর পোলিং এজেন্ট।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।