ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

নির্বাচন

দেওয়ানগঞ্জে সংঘর্ষে কাউন্সিলর প্রার্থী আহত

ডিস্ট্রিক করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, ডিসেম্বর ৩০, ২০১৫
দেওয়ানগঞ্জে সংঘর্ষে কাউন্সিলর প্রার্থী আহত মিজানুল হক পিন্টু

দেওয়ানগঞ্জ (জামালপুর) থেকে: জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী মিজানুল হক পিন্টু আহত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মালেকের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে।



পুলিশ জানায়, সকালে মালেকের সমর্থকরা ভোট কেন্দ্রে এসে জোর করে বুথে ঢুকে ব্যালট পেপারে সিল মারার সময় মিজানুল হক পিন্টু তাদের বাধা দেন। এসময় পিন্টুকে মারধর করেন তারা। এতে পিন্টু আহত হন।

আহত অবস্থায় তাকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেডএফ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।