ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

নির্বাচন

স্বরূপকাঠিতে বিএনপির এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, ডিসেম্বর ৩০, ২০১৫
স্বরূপকাঠিতে বিএনপির এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা

পিরোজপুর: পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার ৩ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী এজেন্টকে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্বরূপকাঠি পৌরসভার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল থেকেই বিএনপির কোনো এজেন্টকে পাওয়া যায়নি বলে জানান দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. রাশেদ আলম।



বিএনপির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম ফরিদ বাংলানিউজকে জানান, ভোট শুরুর আগে আমাদের এজেন্ট ভেতরে ঢুকতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। আওয়ামী লীগের সর্মকদের বাধার মুখে কোনো এজেন্ট কেন্দ্রে প্রবেশ করতে পারেনি।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দেশের ২৩৪টি পৌরসভায় প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোটগ্রহণ শুরু হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।