ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

নির্বাচন

দাগনভূইয়ায় সবগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৬, ডিসেম্বর ২৯, ২০১৫
দাগনভূইয়ায় সবগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ফেনী: ফেনীর দাগনভূইয়া পৌরসভা নির্বাচনে সবগুলো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ) ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে তিনি দাগনভূইয়ার সবগুলো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন।



ফরিদা খানম জানান, ৩০ ডিসেম্বর দাগনভূইয়া পৌরসভা নির্বাচনে ১০টি কেন্দ্রে ২০ হাজার ৫৬৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে। প্রতিটি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে বিবেচনা করে পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।

প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) সার্বক্ষণিক টহলে থাকবে।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।