ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

নির্বাচন

স্বতন্ত্র দুই মেয়র প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, ডিসেম্বর ২৭, ২০১৫
স্বতন্ত্র দুই মেয়র প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

সারিয়াকান্দি(বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে স্বতন্ত্র দুই মেয়র প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশীদ ফারাজী ও সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ সরদারকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।



রোববার(২৭ ডিসেম্বর)উপজেলা আওয়ামী লীগের এক সভায় সর্বসম্মতিক্রমে তাদের দল বহিষ্কার করা হয়।

আব্দুর রশীদ ফারাজী(চামুচ) ও আব্দুল হামিদ সরদার (জগ) প্রতীক নিয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বিষয়টি বাংলানিউজকে  নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
পিসি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।