ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

নির্বাচন

রানীশংকৈল পৌরসভার নির্বাচন স্থগিত করলো ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, ডিসেম্বর ২৩, ২০১৫
রানীশংকৈল পৌরসভার নির্বাচন স্থগিত করলো ইসি

ঢাকা: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভা নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে নির্বাচন কমিশিন (ইসি)।

বুধবার (২৩ ডিসেম্বর) সহকারী সচিব রাজিব আহসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে ইসি সূত্র বাংলানিউজকে জানিয়েছেন।



৯ ডিসেম্বর নির্বাচনটি ৬ মাস স্থগিতের আদেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিতের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য রিটানিং কর্মকর্তাকে নির্দেশ দিল ইসি।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৩ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সম্প্রতি ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার নির্বাচনও স্থগিত করেছে হাইকোর্ট। তবে ইসি থেকে এ বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।