ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ভোলায় মেয়র-কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে ডিসির মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, ডিসেম্বর ২০, ২০১৫
ভোলায় মেয়র-কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে ডিসির মতবিনিময়

ভোলা: আসন্ন পৌর নির্বাচনে ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা।

রোবাবর (২০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক।

এসময় জেলা রিটার্নিং অফিসার সুব্রত কুমার সিকদার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মামুনুর রশিদ, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যান, ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আকবর হোসেন, ওমর ফারুক, পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বশির হাওলাদার, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিলকিস জাহান মুনমুনসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।