ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

নির্বাচন

হবিগঞ্জে আ’লীগের ২ বিদ্রোহী মেয়রপ্রার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৪, ডিসেম্বর ১৫, ২০১৫
হবিগঞ্জে আ’লীগের ২ বিদ্রোহী মেয়রপ্রার্থী বহিষ্কার

হবিগঞ্জ: দলীয় সিদ্ধান্ত অমান্য করে হবিগঞ্জের দুই পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার দায়ে, আওয়ামী লীগের দুই বিদ্রোহী মেয়র প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান স্বাক্ষরিত এবং দফতর সম্পাদক আলমগীর খানের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।



বিবৃতিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান হবিগঞ্জ পৌরসভায় এবং জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আতাউর রহমান মাসুক শায়েস্তাগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যেসব দলীয় নেতাকর্মী বহিষ্কারদের পৌর নির্বাচনে সহযোগিতা করবেন, তাদের বিরুদ্ধেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা আওয়ামী লীগ দফতর সম্পাদক আলমগীর খান বিষয়টি বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এএটি/এসএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।