ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ময়মনসিংহে মেয়রপ্রার্থী ৪৬, কাউন্সিলর ৪৪৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, ডিসেম্বর ৩, ২০১৫
ময়মনসিংহে মেয়রপ্রার্থী ৪৬, কাউন্সিলর ৪৪৮

ময়মনসিংহ: ময়মনসিংহের ৯টি পৌরসভায় মেয়রপদে ৪৬ জন ও কাউন্সিলর পদে ৪৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব প্রার্থী উৎসবমুখর পরিবেশে নিজ নিজ উপজেলার রিটার্নিং কর্মকর্তার কাছে এ মনোনয়নপত্র জমা দেন।



জানা যায়, ত্রিশাল পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আট প্রার্থী। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র এবিএম আনিসুজ্জামান। এ পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মুক্তাগাছা পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছে ছয়জন প্রার্থী। এখানে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নান্দাইল পৌরসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন।

ঈশ্বরগঞ্জ পৌরসভায় মেয়র পদে ছয়জন, সংরক্ষিত নার কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গৌরীপুর পৌরসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন।

গফরগাঁও পৌরসভায় মেয়র পদে দু’জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভালুকা পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারন কাউন্সিলর পদে ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফুলবাড়ীয়ায় পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফুলপুর পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন মনোনয়নপত্র জমা দেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।