ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

বেতাগীতে নৌকা পেলেন গোলাম কবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
বেতাগীতে নৌকা পেলেন গোলাম কবির

বরগুনা: বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে অবশেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরকে মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

বুধবার (২ ডিসেম্বর) রাতে বাংলানিউজকে মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন গোলাম কবির।



এরআগে এই পৌরসভায় মনোনয়ন দেওয়া হয় বর্তমান পৌর মেয়র আলতাফ হোসেন বিশ্বাসকে।

কিন্তু তাকে মনোনয়ন দেওয়ার পর থেকেই ক্ষিপ্ত হয় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা শহরে ভাঙচুর ও হতালের ডাক দেয়। রাতে মনোনয়ন বদলে গোলাম কবিরকে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।