ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

আ.লীগ মনোনীত প্রার্থীদের চিঠি বিতরণ শেষ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
আ.লীগ মনোনীত প্রার্থীদের চিঠি বিতরণ শেষ

ঢাকা: পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের চিঠি বিতরণ শেষ হয়েছে।

বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে এ চিঠি বিতরণ প্রক্রিয়া শেষ হয়।



যারা দলের মনোনয়ন পেয়েছেন তাদের নামে নৌকা প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিটি মনোনীত প্রার্থীরা নির্বাচন কমিশনে জমা দেবেন।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) রাত থেকে প্রার্থীদের মধ্যে চিঠি বিতরণ শুরু হয়। রাত ২টা পর্যন্ত চিঠি বিতরণ করার পর স্থগিত রাখা হয়। বুধবার সকাল থেকে তা আবার শুরু হয়। দুপুর আড়াইটা নাগাদ এ বিতরণ কাজ শেষ হয় বলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানান।

এর আগে বিভিন্ন পৌরসভা থেকে আসা প্রার্থীদের তালিকা নিয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন বোর্ড বৈঠক করে প্রার্থী চূড়ান্ত করেন। তৃণমূল থেকে একজন করে প্রার্থীর নাম পাঠাতে বলা হলেও অনেক জায়গা থেকে একাধিক নাম পাঠানো হয়।

তৃণমূলের সুপারিশ ও দলের সভাপতির জরিপ রিপোর্টের ওপর ভিত্তি করে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। আবার কোথাও কোথাও একজনের নাম পাঠালেও জরিপ রিপোর্টের ওপর ভিত্তি করে তৃণমূলের সুপারিশের প্রার্থীকে বাদ দিয়ে জরিপ রিপোর্টের ওপর ভিত্তি করে জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জাহাঙ্গীর কবির নানক জানান।

যাদের প্রার্থী করা হয়েছে এবং যারা মনোনয়ন পাননি সবাইকে মিলেমিশে কাজ করে দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য আহব্বানও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসকে/আরইউ/টিআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।