ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

২৩৫ পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করলো আ’লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
২৩৫ পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করলো আ’লীগ ছবি : সংগৃহীত

ঢাকা: দলীয়ভাবে পৌরসভা মেয়র নির্বাচনের জন্য ২৩৫ প্রার্থীর নাম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্থানীর সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের দ্বিতীয় সভা শেষে এ সিদ্ধান্ত হয়।



২৩৫ মেয়র প্রার্থীর নাম রাতে রাজধানীর ধানমন্ডি সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করার কথা থাকলেও পরে সিদ্ধান্ত হয়, সরাসরি প্রার্থীদের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হবে।

এ বিষয়টি বাংলানিউজকে জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।  

এর আগে, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতীক বরাদ্দের চিঠিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫/আপডেট ২৩০০ ঘণ্টা
এমইউএম/আইএ/বিএস

** পৌর নির্বাচন: আবারও বৈঠকে আ’লীগ
** মংলা পৌর নির্বাচন স্থগিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।