ঢাকা, শনিবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

সিরাজগঞ্জের ৬ পৌরসভায় বিএনপির প্রার্থী যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
সিরাজগঞ্জের ৬ পৌরসভায় বিএনপির প্রার্থী যারা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ৬টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটি প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করে।



জেলার ৬টি পৌরসভায় দলীয় মনোনয়নপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌরসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান বহিষ্কৃত মেয়র অ্যাড. মোকাদ্দেস আলী, শাহজাদপুর পৌরসভায় বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম খান, বেলকুচি পৌরসভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, রায়গঞ্জ পৌরসভায় উপজেলা বিএনপি নেতা নুর সাঈদ সরকার, উল্লাপাড়া পৌরসভায় বর্তমান পৌর বিএনপির সাধারণ সম্পাদক মেয়র বেলাল হোসেন ও কাজিপুর পৌরসভায় পৌর বিএনপির সহ সভাপতি মাসুদ রায়হান মুকুল।

জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি মজিবর রহমান লেবু বাংলানিউজকে জানান, দলীয় মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।