ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

বরগুনায় কাউন্সিলর স্বামীর মৃত্যুর পর স্ত্রী নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুন ১২, ২০২৩
বরগুনায় কাউন্সিলর স্বামীর মৃত্যুর পর স্ত্রী নির্বাচিত

বরগুনা: জেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে উটপাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোসা. আফরোজা পারভীন।

সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্সিলর পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ বিজয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বরগুনা পৌরসভায় নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন পারভীন।

এই উপ-নির্বাচনে তিন হাজার ৪২৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৮৫৫ জন। বিজয়ী আফরোজা পারভীন পেয়েছেন এক হাজার ৩১ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. আখতারুজ্জামান পাঞ্জাবি প্রতীকে পেয়েছেন ৮২৪ ভোট।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার বিভাষ কুমার দাস বলেন, সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে উটপাখি প্রতীকে নির্বাচন করা মোসা. আফরোজা পারভীনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এর আগে, গত ৮ জানুয়ারি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তারিকুজ্জামান টিটু মৃত্যুবরণ করেন। এতে ওই ওয়ার্ডের কাউন্সিল পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।