ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রসিক নির্বাচনে মেয়রসহ ২৭৭ জনের মনোনয়নপত্র দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
রসিক নির্বাচনে মেয়রসহ ২৭৭ জনের মনোনয়নপত্র দাখিল

রংপুর: রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১০ মেয়রপ্রার্থীসহ সংরক্ষিত নারী ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলার পদে মোট ২৭৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় শেষ সময় পর্যন্ত এ মনোনয়নপত্র জমা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনী আঞ্চলিক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

দাখিলের শেষ দিনে অনেক প্রার্থী ও তাদের সমর্থকদের উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে।

শেষ সময় পর্যন্ত মেয়র পদে ১০ জন, ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের বিপরীতে ৬৯ জন এবং ৩৩টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের বিপরীতে ১৯৮জনসহ মোট ২৭৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মেয়র পদে প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিরুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের মো. আবু রায়হান, খেলাফত মজলিশের মো. তউহিদুর রহমান মণ্ডল, জাতীয় পার্টির মো. মোস্তাফিজার রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. শফিয়ার রহমান, আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়া, জাকের পার্টির মো. খোরশেদ আলম এবং স্বতন্ত্র মো. লতিফুর রহমান, মো. আতাউর জামান বাবু, মো. মেহেদি হাসান (বনি)।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ ডিসেম্বর। এরপর প্রার্থীরা ১৭ দিন প্রচার-প্রচারণার সুযোগ পাবেন। ২৭ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ চলবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।