ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

সিসি ক্যামেরা থাকায় ভোটে শৃঙ্খলা দেখছেন সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
সিসি ক্যামেরা থাকায় ভোটে শৃঙ্খলা দেখছেন সিইসি সিসি ক্যামেরা থাকায় ভোটে শৃঙ্খলা দেখছেন সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকায় পরিপূর্ণ শৃঙ্খলা দেখতে পাচ্ছি।

বুধবার (২ নভেম্বর) নির্বাচন ভবনে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে উপজেলা, পৌরসভাসহ স্থানীয় সরকারের শতাধিক নির্বাচন পর্যবেক্ষণ করেন তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা সকাল থেকে সিসি ক্যামেরার মাধ্যমে যে পর্যবেক্ষণটা করছি। আমাদের চোখে কোনো অনিয়ম ধরা পড়ে নাই। সুশৃঙ্খলভাবে ভোটারদের ভোটকেন্দ্রের বাইরে এবং ভেতরে অপেক্ষা করতে দেখেছি। কেন্দ্রের ভেতরে ভোটকক্ষে নিয়মানুবর্তিতা অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন। সিসি টিভির কারণে পরিপূর্ণ শৃঙ্খলা দেখতে পাচ্ছি।

তিনি বলেন, চারটি পৌরসভায় নির্বাচন হচ্ছে এগুলো আমরা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছি। সাতটি উপজেলাতে নির্বাচন হচ্ছে, সেগুলোতে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখি নাই। সেগুলোতে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখছি। মোবাইল ফোনের মাধ্যমে ছবিও দেখছি। এখন পর্যন্ত খবর পাচ্ছি নির্বাচনটা বেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে।

গাইবান্ধার বন্ধ ঘোষিত উপ-নির্বাচনের তদন্ত প্রতিবেদনের বিষয়র সিইসি বলেন, আমরা তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি এটা সত্য। রিপোর্ট নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হয় নাই। আমরা বৈঠকে বসতে পারি নাই। তদন্ত রিপোর্ট সম্পর্কে আপনাদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

আজ (বুধবার) সকাল ৮টা থেকে দেশে বিভিন্ন স্থানীয় সরকারের শতাধিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে, শেষ হবে বিকেল ৪টায়।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
ইইউডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।