ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

প্যারোলে এসে শপথ নিলেন হেফাজতের আসামি মনির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
প্যারোলে এসে শপথ নিলেন হেফাজতের আসামি মনির

ব্রাহ্মণবাড়িয়া: প্যারোলে এসে শপথ নিলেন হেফাজত তাণ্ডব মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়া সদরের তালশহর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শপথ গ্রহণের জন্যে প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে।

 

বৃহস্পতিবার জেলা প্রশাসকের মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার ২০ ইউনিয়নের চেয়ারম্যান শপথ নেন। মনির হোসেন কারাগারে থেকেই নির্বাচনে পাশ করেন।  

গত ৫ ই জানুয়ারি ওই ইউনিয়নে নির্বাচন হয়। হেফাজতের সহিংসতার মামলায় নির্বাচনের আগে থেকেই জেলে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে ১৫ টি মামলা  রয়েছে সহিংসতার।  

দুই উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মো শাহগীর আলম। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও পৌরসভার মেয়র নায়ার কবির।

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেলার দিদারুল আলম জানান, আদালতের নির্দেশে প্যারোলে দুই ঘণ্টার জন্য মুক্তি পান মনিরুল। শপথগ্রহণ শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।