ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ইভিএমে শিল্পী বেগমের ভোট দিলেন তাজু বেগম!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
ইভিএমে শিল্পী বেগমের ভোট দিলেন তাজু বেগম!

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে শিল্পী বেগম নামে এক ভোটার ভোট দিতে এসে দেখেন তাজু বেগম নামে অন্য একজন তার ভোট দিয়েছেন। ইভিএম পদ্ধতিতে এ সমস্যার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ওই  ভোটার।

প্রিজাইজিং অফিসার বলছেন, কারিগরি ত্রুটি। ইভিএম টিমকে বিষয়টি জানানো হয়েছে।  

শিল্পী বেগম রামচন্দ্রপুর গ্রামের রবি হোসেনের স্ত্রী। তিনি বলেন, ইভিএম মেশিনে এনআইডি নম্বর দেওয়ার পর লেখা উঠেছে 'তাজু বেগম ইতোপূর্বে আপনি ভোট প্রদান করেছেন'।  কিন্তু  আমি ভোট দিতে পারিনি। প্রিজাইজিং অফিসারকে জানিয়েছি। সমাধান হয়নি।  
সহকারী প্রিজাইজিং অফিসার রশিদা আক্তার বলেন, আমরা চেষ্টা করেছি। টিস্যু দিয়ে হাত মুছে, আবার ট্রাই করিয়েছি, কাজ হয়নি।  প্রিজাইজিং অফিসারকে জানিয়েছি। এ বুথে ভোটগ্রহণের গতি কম। তিন ঘণ্টায় একশ' ভোটও নিতে পারিনি। এখানে ৩৫৬ জন ভোটার আছেন।  

রামচন্দ্রপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইজিং অফিসার মো. মজিবুর রহমান বলেন, কারিগরি ত্রুটি। ইভিএম টিমকে অবগত করেছি। তারা সমাধান করবে।  

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, বিকাল ৪টায় ভোট কেন্দ্রের ফটক বন্ধ হয়ে যাবে। যারা বিকেল ৪টার আগে কেন্দ্রে আসতে পারবেন, তাদের সবার ভোট নেওয়া হবে।  

কুমিল্লার মুরাদনগরে ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। উপজেলার ২১ ইউনিয়ন থেকে এবার চেয়ারম্যান পদে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।