ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

জীবন্ত বক নিয়ে কেন্দ্রে ভোটার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
জীবন্ত বক নিয়ে কেন্দ্রে ভোটার

জামালপুর: পছন্দের প্রার্থীর প্রতীক বক। তাই হাতে জীবন্ত বক আর ওই প্রার্থীর পোস্টার নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন এক ভোটার।

 

এমন অদ্ভুত কাণ্ডই দেখা গেছে জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্দা ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।

বন্যপ্রাণী শিকার করা নিষেধ হলেও জীবন্ত বক ধরে সেটি হাতে নিয়ে কেন্দ্রে আসা ওই ব্যক্তি ভোটও চাচ্ছেন ভোটারদের কাছে। তাকে ঘিরে ভিড় করতে দেখা গেছে অনেক ভোটারকেই।    

পলবান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে এবার চার, পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে বক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিলা বেগম।

এদিকে তৃতীয় ধাপে জামালপুরের ইসলামপুর উপজেলার ছয়টি ও মেলান্দহ উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ  চলবে বিকেল ৪টা পর্যন্ত।  

ইসলামপুরের ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৪ জন ও সাধারণ সদস্য পদে ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ১ লাখ ৮ হাজার ৪৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ১৯৩ জন ও নারী ভোটার ৫২ হাজার ২৫৪ জন।

মেলান্দহের নয়টি ইউপির মধ্যে পাঁচটিতে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ১ লাখ ৯৩ হাজার ৬৯৮ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৯৬৭ জন ও নারী ভোটার ৯৫ হাজার ৭৩১ জন। মেলান্দহের চারটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।