ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাগুরায় ৪২ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, নভেম্বর ১০, ২০২১
মাগুরায় ৪২ কেন্দ্র ঝুঁকিপূর্ণ মাগুরায় ৪২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

মাগুরা: মাগুরায় দ্বিতীয় ধাপে সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২০ হাজার ৬১৩ জন ।

তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ৮৪৭ জন ও মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ৭৫৬ জন । মোট ১৪১টি কেন্দ্রে ৬৪১টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ।

বুধবার (১০ নভেম্বর) সব কেন্দ্রে ভোট প্রয়োগের সামগ্রী পৌঁছে গেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে প্রতিটা কেন্দ্রে ভোট প্রয়োগ শুরু হবে।

জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম বাংলানিউজকে জানান, নির্বাচনে মোট ১৪১ টি কেন্দ্রের মধ্যে ৪২টিকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেছি। প্রত্যেকটি কেন্দ্রে ১ জন প্রিজাইডিং অফিসার, ২ জন সহ-প্রিজাইডিং অফিসার, ৫জন পুলিশ সদস্য  ও  ১৭ জন আনসার সদস্য কাজ করবেন।

তিনি জানান, এ নির্বাচনে ৪৬ জন চেয়ারম্যান , ৪১৭ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত ১২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাছাড়া প্রতিটি নির্বাচনী এলাকায় নির্বাচন পর্যবেক্ষণে র‌্যাব, বিজিবি, পুলিশের বিশেষ স্টাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের জোরদার টহল থাকবে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।