ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন

ভাঙ্গায় ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
ভাঙ্গায় ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ তিন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ভাঙ্গার কালামৃধা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসকেন্দার খালিফা, ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রেজাউল মাতুব্বর ও হামিরদী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মিরাজ সিকদার।

ইউএনও মনজুরুল আলম বলেন, যাচাই-বাছাই শেষে ঋণখেলাপি হওয়ায় ওই তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে এ বিষয়ে আপিল করতে পারবেন।

তৃতীয় পর্যায়ে ২৮ নভেম্বর ভাঙ্গার ১২টি ইউপিতে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৮৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।