ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন

গাংনীতে আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
গাংনীতে আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা।

বুধবার (০৩ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দলের নেতাকর্মীরা গভীর রাত পর্যন্ত কার্যালয়ে ছিলেন। তারা চলে যাওয়ার পর কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে সামিয়ানা, কিছু প্লাস্টিকের চেয়ার এবং অফিসের সামনে টাঙিয়ে রাখা নৌকার প্রতিকৃতি পুড়ে যায়। জামায়াত-বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা এতে জড়িত বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। দুষ্কৃতীদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময় ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।