ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৭১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫২৪ ভোট।

মঙ্গলবার (০২ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম এই বেসরকারি প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।

এর আগে, পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে ইভিএম মেশিনে ১১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২৩ হাজার ১৫১।  

নির্বাচনে প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী সর্বমোট ভোটের সংখ্যা ১৫ হাজার ৬৬৯। এর মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ১৫ হাজার ৬৩৮। আর অবৈধ (বাতিলকৃত) ভোটের সংখ্যা ৩১। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৭.৬৮।  

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।