ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

চাঁপাইনবাবগঞ্জে পৌর নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে পৌর নির্বাচন স্থগিত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহাবুবুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহাবুবুল কবির জানান, উচ্চ আদালতের নির্দেশে এ পৌরসভায় ভোট স্থগিত করা হয়েছে। আমাদের টেলিফোনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশ।  

তিনি আরও জানান, নিবাচন কমিশনের এক উপসচিব এর মাধ্যমে মৌখিকভাবে নিবাচন স্থগিতের বিষয়টি জানানো হয়েছে, তবে আগামীকাল সকাল ১০টার মধ্যে বিস্তারিত জানা যাবে। এ কারণে নিবাচন সংক্রান্ত প্রশিক্ষণসহ সব কার্যক্রম স্থগিত করা হয়েছে 

অন্যদিকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি মৌখিক আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা নির্বাচন অফিস থেকে ইতোমধ্যে প্রিজাইডিং অফিসারদের ট্রেনিং স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।