ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

তৃতীয় ধাপে ১০০৭ ইউপি ভোট ২৮ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
তৃতীয় ধাপে ১০০৭ ইউপি ভোট ২৮ নভেম্বর

ঢাকা: আগামী ২৮ নভেম্বর দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ৮৭তম কমিশন বৈঠক শেষে ভোটের এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোটগ্রহণ ২৮ নভেম্বর।

প্রথম ধাপে ইতোমধ্যে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। আগামী ১১ নভেম্বর ৮৪৮ ইউপিতে ভোটগ্রহণ করা হবে।

একই তফসিলে অষ্টম ধাপের ১০টি পৌরসভার ভোটগ্রহণও অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। বার্ষিক পরীক্ষাতেও কোনো সমস্যা হবে না।

আগামী ডিসেম্বরের মধ্যে সময় গণনা শুরু হয়েছে এমন সব নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

যেসব ইউপিতে ভোট হবে সে তালিকা
যেসব পৌরসভায় ২৮ নভেম্বর ভোট হবে

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।