ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

নীলফামারীতে আ. লীগ থেকে মনোনয়ন পেলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
নীলফামারীতে আ. লীগ থেকে মনোনয়ন পেলেন যারা ছবি: সংগৃহীত

নীলফামারী: দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

নীলফামারী সদরের ১১টি ইউনিয়নের তালিকায় রয়েছেন- চওড়া বড়গাছা ইউনিয়নে প্রদীপ কুমার রায়, গোড়গ্রাম ইউনিয়নে মো. মাহবুব জর্জ, পলাশবাড়ী ইউনিয়নে মো. মমতাজ আলী প্রামানিক, রামনগর ইউনিয়নে মো. মিজানুর রহমান, কচুকাটা ইউনিয়নে মো. তছলিম উদ্দিন, পঞ্চপুকুর ইউনিয়নে নুরল আমিন সরকার, সোনারায় ইউনিয়নে মো. হামিদুল ইসলাম, সংগলশী ইউনিয়নে কাজী মোস্তাফিজার রহমান, চড়াইখোলা ইউনিয়নে মো. মাহফুজার রহমান শাহ, চাপড়া সরমজানী ইউনিয়নে মো. কামরুজ্জামান সরকার ও লক্ষীচাপ ইউনিয়নে মো. গোলাম মোস্তফা।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।