ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

আগামী ইউপি নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হবে: কবিতা খানম

ডিস্ট্রিক্ট করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
আগামী ইউপি নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হবে: কবিতা খানম

নওগাঁ: আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে বলেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে নওগাঁয় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

 

নির্বাচন কমিশনার বলেন, জনসাধারণের সেবা শতভাগ নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীরা বাধ্য। তাই নির্বাচন অফিসে এসে কেউ যাতে সেবা না পেয়ে ঘুরে না যান, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

জাতীয় পরিচয়পত্র প্রসঙ্গে বেগম কবিতা খানম বলেন, বিশ্বের অনেক দেশের কাছেই এটি এখন অনন্য নজির। কারণ এ ধরনের মান বজায় রেখে পৃথিবীর অনেক উন্নত দেশও এ রকম কার্ড করতে পারেনি। যা ডিজিটাল বাংলাদেশের অনেক বড় অর্জন।  

নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা নির্বাচন অফিস আয়োজিত অনুষ্ঠানে অন্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের প্রকল্প-২ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) হারুন-অর-রশিদ ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ।  

শেষে জেলার নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর ও রাণীনগর উপজেলার বিশেষ ব্যক্তিদের হাতে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) তুলে দেন প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।